হাদির মৃত্যুতে বিক্ষোভ, দোয়া ও গায়েবানা জানাজা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে হাদিকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। মুসল্লিরা ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে একযোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমামরা স্বপ্রণোদিত হয়েই হাদীর জন্য দোয়া করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
এদিকে, হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার ছাত্র-জনতা। এ সমাবেশে শাহবাগ মোড়ের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।
বিস্তারিত দেখুন ভিডিওতে: