জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে হাদির মরদেহ
শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি শাহবাগের দিকে রওনা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। সেখানে তাকে দাফনের প্রস্তুতি চলছে।