কাওরান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
কাওরান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায় পুলিশকে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর কাওরান বাজার এলাকায় এই সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, সকাল ৯টার পর থেকে কাওরান বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। লোকজন বেড়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।