Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন | ছবি: স্টার নিউজ

ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়িএলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১ জনকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ব্রিজের ঢালে যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ ৩ জন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে ৩ জনের মরদেহ ও ১ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পরপরই টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। ফলে বরিশালমুখি গাড়িগুলো মাদারীপুরের মস্তফাপুর থেকে মাদারীপুর শহরের মাদারীপুর-বরিশাল বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে। অপরদিকে বরিশাল থেকে ছেড়ে আসা গাড়ি একই সড়ক ব্যবহার করে চলাচল করছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তারা তিনজনই ভ্যানের যাত্রী ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

সম্পর্কিত খবর :