Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মুসাব্বির হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

মুসাব্বির হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এবং তেজতুরি বাজার এলাকার বাসিন্দারা।

শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে কারওয়ান বাজার কাজীপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় নেতাকর্মীরা-আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,আমরা সবাই মুসাব্বির হবো, গুলি খেয়ে মরব-এমন নানা স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

সম্পর্কিত খবর :