তিলে তিলে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে: রিজভী
রাজনীতি মানেই মিথ্যা অঙ্গিকার নয়। এটি ছিল খালেদা জিয়ার রাজনীতি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার পথ অনুসরণ করলেই আমরা এগিয়ে যেতে পারবো।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীতে প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখাকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ কুরুচিপূর্ণ কথা বলেছে। কিন্তু তিনি উত্তর দিয়েছেন সৌজন্যবোধ সম্পন্ন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া যতবার লন্ডনে গেছেন, ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি আর দেশে ফিরে আসবেন না। কিন্তু নিজের পরিণতির কথা জেনেও তিনি দেশে ফিরে এসেছেন।
খালেদা জিয়াকে কারাগারে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি এমন সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন নানাভাবে এর আলামত পাওয়া যাচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসকদের পেছনে গোয়েন্দা সংস্থার লোক থাকত বলেও রিজভী আহমেদ জানান। বলেন, দেশের ভেতরেও ভালো চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে বেগম জিয়াকে।