মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ড বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ড বেশি। আমরা জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবো। আমরা ৪৭টি মনোনয়নপত্র জমা দিয়েছি। একটি বাতিল হয়েছিল সময় মতো জমা দিতে না পারায়। যেসমস্ত আসনে আমরা বিজয় অর্জন করতে পারবো সেগুলোতেই শুধু আমরা প্রার্থী দিয়েছি।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী। আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জাতীয় পার্টির প্রার্থীরা এখানে রয়েছে। সারাদেশে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হয়েছে। এখানেই আমাদের অস্বস্তির জায়গা। এখানে কাগজপত্রের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি। প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনকে দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনকে বলবো দায়িত্ব পালনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে জনগণকে বলেন। গত এক সপ্তাহে যে পোস্টার এবং ব্যানারের শোডাউন করা হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশন চুপ। এ ধরণের দলকানা নির্বাচন কমিশনের লজ্জা শরম থাকা উচিত এবং পদত্যাগ করা উচিত।