রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ডাইনিংয়ে রান্না বন্ধ থাকায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) শহীদ ওসমান হাদি হলের ডাইনিংয়ে রান্না বন্ধ থাকায় খাবার না পেয়েঅবস্থানকর্মসূচি পালন করছে আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবস্থানরত শিক্ষার্থীরা জানান, নিজস্ব ক্যাম্পাস না থাকায় একটি ভাড়া ভবনে চলছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল। হলটিতে ১১০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছেন। প্রতি মিলে শিক্ষার্থীরা ৮০ টাকা পরিশোধ করে খাবার গ্রহণ করে।
বুধবার (৭ জানুয়ারি) রাত থেকে বেতন বকেয়া থাকায় বাবুর্চি রান্না বন্ধ করে চলে গেছে। খাবার পাচ্ছেন না শিক্ষিার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিষয়টি সুরাহা না করে শিক্ষার্থীদের বাড়তি টাকা দিতে বলা হচ্ছে। যা শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব নয়। সমস্যা সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা।