Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী মানুষের ঢল

সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের ঢল নেমেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বরেণ্য নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে।

প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাত থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় এবং তার বাসভবন ‘ফিরোজা’র সামনে অবস্থান নিয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শোকাতুর মানুষগুলো শীতের রাত উপেক্ষা করেই জানাজার অপেক্ষায় মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় জমায়েত হয়েছেন।

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীজুড়ে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংসদ ভবন এলাকাসহ ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।

জানাজাস্থল ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা। জানাজায় অংশগ্রহণকারী বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কয়েক হাজার নিজস্ব স্বেচ্ছাসেবকও সক্রিয়ভাবে কাজ করছেন। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক চলাচলেও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে কেবল দেশের মানুষই নয়, বরং বিদেশ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আজ ঢাকায় আসছেন। জানা গেছে, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল এই জানাজায় অংশ নিতে এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিমানে ঢাকা পৌঁছাবেন।

সম্পর্কিত খবর :