তিন দিনে ৭২ হাজার প্রবাসীর ঠিকানায় গেলো পোস্টাল ব্যালট
নিবন্ধিত প্রায় ৭২ হাজার প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রেখে এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে ইসি।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৬২৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশে ৯৪ হাজার ২৪৭ জন ডাকযোগে ভোট দিতে নিবন্ধিত হয়েছেন।
সিইসি এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সোমবার তেজগাঁওয়ে পোস্টাল ভোটিংয়ের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন।
এ সময় পোস্টাল প্যাকেজিংয়ের পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ‘প্রবাসীদের জন্য আমরা প্রথমবারের মত পোস্টাল ব্যালটের ব্যবস্থা নিয়েছি। দেশের ভেতরেও এ ব্যবস্থা রয়েছে। এ কর্মযজ্ঞ ও ভোটের গোপনীয়তা, নিরাপত্তা নিশ্চিত করেই এটা করা হয়েছে।’