বনশ্রীর বাসা থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটা হত্যাকাণ্ড। তবে কে-বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন। তিনি জানান, গলায় রশি প্যাঁচানো ছিল। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।