শিশু সাজিদ উদ্ধারকর্মীদের সম্মাননা দিলো ফায়ার সার্ভিস
সম্প্রতি রাজশাহীর তানোরে আট ইঞ্চি সরু গর্তের গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদ উদ্ধারে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে এই সন্মাননা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
সম্মাননা পাওয়া উদ্ধারকর্মীরা হলেন- রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মঞ্জিল হক, সহকারী পরিচালক মো. দিদারুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনায়েত উল হক, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন, তানোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. আব্দুর রউফ, পত্নীতলা ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. মেহেদী হাসান, নাটোরের লালপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ নুরুল ইসলাম এবং তানোর ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. তৌহিদুর রহমান।
সম্মাননা হিসেবে তাদের সবাইকে সনদপত্র, আর্থিক সম্মানী এবং ‘মহাপরিচালকের প্রশংসা (অপারেশন)’ শিরোনামের ইনসিগনিয়া দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সম্মাননাপ্রাপ্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি দেওয়ার এ ধারা অব্যাহত থাকবে।’
তিনি এই উদ্ধার অভিযানে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানান। সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে উপপরিচালক জনাব মো. মঞ্জিল হক এবং সহকারী পরিচালক জনাব মো. দিদারুল আলম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।