মারা গেছেন শরীফ ওসমান হাদি
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
এর আগে বুধবার রাতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন হাসপাতালে হাদিকে দেখতে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানান।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।