Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

কমনওয়েলথ মহাসচিব শির্লি বোচাওয়ে | সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বরাবর লিখিত শোকবার্তাটি বুধবার (৭ জানুয়ারি, ২০২৫) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব লিখেছেন, 'আমি জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি'।

বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বিরাট ব্যক্তিত্ব এবং একজন পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করেন কমনওয়েলথ মহাসচিব। তিনি বলেন,'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে খালেদা জিয়া বহু বাধা অতিক্রম করেছিলেন। তিন দফায় তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন'।

তিনি বলেন, 'তার অবদান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আরো বিস্তৃত হয়েছে। কারণ তিনি দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন খালেদা জিয়া'।

সম্পর্কিত খবর :