ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনবলেছেন, ‘ইসির উপর মানুষের আস্থা আছে। নির্বাচনের বিষয়ে আমরা সবাই এক। ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে, মানুষের ভয় কেটে যাবে।’
সোমবার (২২ ডিসেম্বর) সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ মনিটরিং সেল নিয়ে কথা বলার সময় সিইসি সব কথা বলেন।
ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে। তবে নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।
বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইসিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে।’
সার্বিক প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে করা হচ্ছে উল্লেখ করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি।
বিস্তারিত দেখুন ভিডিওতে: