Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভারত-বাংলাদেশের সব ধরনের উত্তেজনা কমানোর তাগিদ মস্কোর

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের সবধরনের উত্তেজনা কমানোর তাগিদ দিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়া দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গ্রিগরিয়েভিচ খোজিন বলেন, ‘আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কারণ এটি শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এখানকার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন। ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন— এটাই ভালো। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল।’

তিনি নির্বাচন কমিশনের ঘোষিত তারিখকে স্বাগত জানিয়ে বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। এটি একটি ইতিবাচক অগ্রগতি। তবে নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে চূড়ান্ত কোনো মূল্যায়ন করা সম্ভব নয়।’

সম্পর্কিত খবর :