Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন ধরণের কোনো কর্মকাণ্ড নির্বাচন কমিশন বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন ধরণের কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না ইসি। এমন কর্মকাণ্ড বাধা দিতে যেকোনো ধরণের পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।

তিনি আরও বলেন, আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। এ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের নির্দেশ রয়েছে। যারা এসব কর্মকাণ্ড পরিচালিত করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।

গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ইসির পরোক্ষ বিষয়, এটি আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর :