Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের উপ সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিমান বাহিনী ঘাঁটি বাশারে (জাতীয় প্যারেড গ্রাউন্ডে) তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী প্রয়াতের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কফিনে শ্রদ্ধা জানান।

পরে একে একে শ্রদ্ধা জানান- মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এরপর বিমানবাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে এ কে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়।

উল্লেখ্য, শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ৯৬ বছর বয়সি এ কে খন্দকার।


সম্পর্কিত খবর :