Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

নির্বাচনী কার্যক্রম দেখতে মাঠে ইইউয়ের ৫৬ পর্যবেক্ষক

দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল | ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি দেখতে মাঠে নেমেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের ৫৬ পর্যবেক্ষক। ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেল থেকে দেশের ৬৪টি জেলার নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বের হন প্রতিনিধি দলের সদস্যরা।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ প্রধান ইন্তা লাসে বলেন, বাংলাদেশের ঐতিহাসিক এই নির্বাচন পর্যবেক্ষণে আসতে পেরে আমরা গর্বিত। নির্বাচনে হস্তক্ষেপ নয় পর্যবেক্ষণ করাই আমাদের কাজ।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ পর্যবেক্ষণ করা হবে। সেই সঙ্গে খেয়াল রাখা হবে এই নির্বাচনের আন্তর্জাতিক মানদন্ডও। মিশনের পর্যবেক্ষণ নির্বাচনের ২ দিন পরে ও ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে প্রকাশ করা হবে। পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা নেই বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী পর্যবেক্ষণ মিশন একটি আচরণবিধির অধীনে পরিচালিত হয়, যা কঠোর নিরপেক্ষতা ও কোনো ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকার বাধ্যবাধকতা আরোপ করে। মিশনটি ২০০৫ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালা অনুযায়ী এর কার্যক্রম পরিচালনা করে।

সম্পর্কিত খবর :