Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৮

প্রতীকী ছবি | সংগৃহীত
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শেরেবাংলা নগর, মিরপুর, যাত্রাবাড়ী, দারুস সালাম ও রূপনগর থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী ও রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

শেরেবাংলা নগর থানার গ্রেপ্তাকৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৮), শাহজাহান (৩২), জাহিদ হাসান হৃদয় (২৫), শরিফুল ইসলাম নিলয় (১৯), অপূর্ব ইসলাম (২২), বুলবুল আহামেদ (২৬), মো. শাহেদ ভুইয়া (২০), মো. মান্না হোসেন (২৫), দীপক হাজরা (২৬), ইয়াসিন আরাফাত অর্ণব (২৫), সৈয়দ আহম্মেদ শুভ (২৬), আশরাফ উদ্দিন (৩০), শাহজালাল (২৮), শাহীন (২১), নাঈম (২১), ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১), রমজান (১৯), সাইদুর রহমান (১৯), সাব্বির হোসেন (২৪), মঈন হোসেন রাজন (২২), তরিকুল ইসলাম রিফাত (১৯), হানিফ মিয়া (২৫), রিফাত হোসেন (২৩), তরিকুল ইসলাম (২৪), শাহদাৎ হোসেন রাব্বী (৩২), অনিক হোসেন (২৭), সাজ্জাদ হোসেন (১৯), শিপন (২৩), সোহানুল হক (২৪), তারেক আজিজ (২৮), সাব্বির হোসেন বিজয় (২২), এসএম মতিউর রহমান (৪৮), হারিজ (২৮), এজাজ হোসেন সিয়াম (২৪), উনায়েস ইমরান (২৪), মনির আক্তার (২৫), রাজন শেখ (৩১), আবু সাদিক রাকিব (২৯), মজিবুর রহমান (৩২), সালাহ উদ্দিন ব্যাপারী (৪০), শাহিন (২৬), আমিনুল ইসলাম নাঈম (২৫), মামুন ব্যাপারী (২৪), আব্দুল্লাহ সবুজ (৩১), রাকিবুল হাসান রাকিব (২৩), জজ মিয়া (২৮), আক্তারুজ্জামান (২৪), আলামিন ইসলাম (২৩), রাসেল (৩০) ও নুরুল ইসলাম (৫৩)।

মিরপুর মডেল থানা এলাকার গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিব (২০), নুর আলম মুন্সি (২৪), পারভেজ আহাম্মেদ (৩৩), আক্তার হোসেন (৩৪), সাঈদ (২০), দুলাল (২৭), তাসনিম আহম্মেদ (২৫), আলমাস হক (১৯), ইব্রাহিম (২৭), রাসেল (২৮) ও আলী হোসেন (৪০)।

এছাড়া, যাত্রাবাড়ী থানায়গ্রেপ্তারকৃতরাহলেন- তৌহিদ (২৩), জুয়েল (২৫), পলাশ (২০), আরিফ হোসেন (২০), সোহেল (২৫), সোহান (২৩), রনি (৩৫), আলমগীর হোসেন (১৯), জানে আলম হোসেন ওরফে আশিক (২৫), রনি ইসলাম বর্ষণ (২০), বাপ্পী (২৫) ও হোসেন মো. মহসীন (৫২)।

দারুস সালাম থানা এলাকায়গ্রেপ্তারকৃতরাহলেন- ইকরাম (২৬), শাহ আলম (৩৫), রাজু শেখ (৫০), খোকন মিয়া (৩৫), রবিন (২০), রোমান (২৪), জসিম (২৪), ইব্রাহীম খলিল (২২), সজল (২০), অজয় ঘোষ (২৮), নাজমুল (২২), মুন্না (২৫), সবুজ মিয়া (২৫) ও হৃদয় (২১)।

রূপনগর থানায়গ্রেপ্তারকৃতরাহলেন- রাব্বী হাসান (২৫), ফজলে রাব্বী (২৫), জিহাদ (২৪), রাসেল (২১), আকবর (২২), শাকিল (১৯), রুবেল (৩২), রুবেল মাতবর (২৮), শান্ত (১৮), সিয়াম (২১) ও রাহাদ (২০)।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর :