মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাস্থলে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এরপর জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়ান তিনি।
সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হবে।
এদিকে, প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউ পৌঁছানোর পর সেখানে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। লাল-সবুজ পাতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে মরদেহ জানাজাস্থলে নেওয়া হয়।