নেত্রকোণায় মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় ওমর মিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নেত্রকোণা–পূর্বধলা সড়কের পাশে উপজেলার সদর ইউনিয়নের নারায়ণডহর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর মিয়া ওই এলাকার মো. সুমন মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিশু ওমর মিয়া তার বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে নেত্রকোণার দিকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়েই মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলর দিকে শিশুটি মারা যায়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অজ্ঞাত মোটরসাইকেল চালককে সনাক্ত করার চেষ্টা চলছে এবং তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।