৭০ হাজার কোটি ডলারের মালিক হলেন মাস্ক, বিশ্বে প্রথম
ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার সম্পদমূল্যের মালিক হলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার বর্তমান সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার।
ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ইলন মাস্কেরে সম্পদমূল্য ছিল ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার। এরপর ইলন মাস্কের মহাকাশবিষয়ক কোম্পানি স্পেস এক্সের শেয়ার বাজারে আসছে এই খবর ছড়িয়ে পড়লে তার অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়। ফলে তার সম্পদমূল্য ৬০ হাজার কোটি ডলার অতিক্রম করে যায়।
বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমি বলছে, মাস্কের সম্পদমূল্য প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বাড়ছে। ফলে ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার এক লাখ কোটি ডলারের মালিক হতে পারেন।