Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বিলবাওয়ের জালে গোলের বৃষ্টি, ফাইনালে বার্সেলোনা

বার্সেলোনার গোলঝড়ে ভেসে গেল বিলবাও, ফাইনালের টিকিট নিশ্চিত | ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে ইতিহাস গড়ে ফাইনালে নাম লিখিয়েছে বার্সেলোনা। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অ্যাথলেটিক ক্লাবকে একরকম উড়িয়ে দিয়েছে। অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা।

বুধবার ( জানুয়ারি) রাতে সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া দাপট দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও রেকর্ড ১৫ বারের শিরোপাধারী দলটি। আগামী রোববার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদ। এই দুই দল বৃহস্পতিবার রাতে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে।

প্রথমার্ধে ১৬ মিনিটের মধ্যে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা ২২ থেকে শুরু করে ৩৮, এই ১৬ মিনিটেই বার্সেলোনা করেছে ৪ গোল।

ম্যাচের ২২তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে গোলের খাতা খোলেন ফেরান তোরেস। ৩০ মিনিটে ফেরমিন লোপেজ দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়িয়ে দেন। ৪ মিনিট পর রুনি বার্গহাইয়ের শক্তিশালী শট অ্যাথলেটিক ক্লাব গোলরক্ষক উনাই সিমন রুখে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। নিচ দিয়ে হাত ফসকে বল চলে যায় জালে। ৩৮ মিনিটে রাফিনহা চতুর্থ গোলটি করে বার্সেলোনার স্কোরশিট নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। বিরতির চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটিও তুলে নেন এই ব্রাজিলিয়ান। সিমনের অসহায়ত্বে তখন ব্যবধান দাঁড়ায় ৫-০।

এরপর পুরো ম্যাচেই নিয়ন্ত্রণে থাকে বার্সেলোনার। প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৩টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিলবাওয়ের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।

প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে প্রথমার্ধে চার গোল করার কীর্তি গড়ল বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫২তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। বক্সের ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।

হ্যাটট্রিকের পথে বেশিদূর অবশ্য ছুটতে পারেননি রাফিনিয়া। ৬৫তম মিনিটে তাকে তুলে মার্কাস র‍্যাশফোর্ডকে নামান কোচ। ৭২তম মিনিটে বার্দগির বদলি নামেন ইয়ামাল।

বাকি সময়ে দুই দলই সুযোগ পায় কিছু, কিন্তু জালের দেখা পায়নি আর কেউ।

সম্পর্কিত খবর :