Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

‘বিএনপি কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকেছে সবসময়।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।’

শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, ‘নির্যাতিতদের পাশে বিএনপি ছিল, সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতার ঘাটতি ছিল না। এই চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘অনেক মা অপেক্ষায় আছেন তার সন্তান ফিরে আসবে, মা বলে ডাকবে। কোন সন্তান অপেক্ষায় আছেন, তার বাবা ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘সরকার বিরোধী আন্দোলন কখনো উত্তাল হয়েছে- কখনও স্থিমিত হয়েছে কিন্তু কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘গুম-খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনো আপনাদের ত্যাগ ভুলে যেতে পারেনা। গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে পরিকল্পনা আছে। সেই সব শহীদদে নামে সরকারি স্থাপনা নামকরণ করবে বিএনপি। ভবিষ্যৎ প্রজন্ম যেনো তাদের নাম স্মরণে রাখতে পারে।’

সম্পর্কিত খবর :