একটি দল ভোটারদের এনআইডি-বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম
একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ভোট কারচুপির উদ্দেশ্যে এটি করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘এটি অতীতে হয়নি। আশঙ্কা করছি, ভুয়া এনআইডি বানিয়ে জালভোট দিতে পারে। এটি বেআইনি। এসব সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা। যদিও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহন করেনি। আশা করি ইসি এই অনৈতিক কার্যক্রম দ্রুত বন্ধ করবে।’
পোস্টাল ব্যালটের তিনটি দলের প্রতীক প্রথম সারিতে রেখে ধানের শীষ মাঝখানে রাখা এটা কোনো দৈব ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘একেবারে ঠিক ৫টি কলাম এবং ১৪টি লাইন করে, তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কী? এটা এমনি এমনি হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের (নির্বাচন কমিশন) বলেছি, যারা এর পেছনে থাকুক আপনারা তাদের ব্যাপারে খোঁজ-খবর নেন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘এমন অনেক সারা পৃথিবীতে হয়েছে। শুধুমাত্র ব্যালটে পজিশনের কারণে ১ থেকে ১০ শতাংশ ভোটের এদিক-সেদিক হতে পারে।’
বাহরাইনে জামায়াত নেতাদের হাতে ব্যালট পেপার নিয়ে করা ভিডিও ভাইরাল হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘ওমানেও একজন জামায়াত কর্মীর হাতে ব্যালট দেখা গেছে। এসব ঘটনা উদ্বেগজনক। আমরা এসব ঘটনায় জড়িতদের শাস্তি চাই। এই দুই দেশের মতো আরও কারসাজি চলছে।’