Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চট্টগ্রাম-৯

আপিলেও ফিরল না জামায়াতের ফজলুলের প্রার্থিতা

চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হক | ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে তৃতীয় দিনের শুনানির প্রথমার্ধে এ আদেশ দেয় কমিশন। ফলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় আপিল শুনানি। শুনানিতে সকাল ১১টা পর্যন্ত ১২টি আপিল মঞ্জুর করা হয়।

জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপিসহ মোট ৭টি আপিল না মঞ্জুর ঘোষণা করা হয়েছে। এছাড়াও একটি স্থগিত ঘোষণা করে কমিশন। এর আগে গত দুই দিনের শুনানিতে ১১০টি আবেদন মঞ্জুর করে কমিশন। বাতিল করা হয়েছে ২২টি।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান। গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

তবে ওইদিন মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার সপক্ষে কোনো নথিপত্র দেওয়া হয়নি।

সম্পর্কিত খবর :