Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৪৫ বছরের অপ্রতিরোধ্য এক নাম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া । সংগৃহীত

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শেষ বক্তৃতায়ও ছিল প্রতিহিংসা-প্রতিশোধ পরায়ন না হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়ার বার্তা।স্বামী-সন্তান হারিয়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হৃদয়ে ছিল দেশ ও জনগণ। শেষদিন পর্যন্ত ছিলেন অবিসংবাদিত এক নেত্রী।

৪৫ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনও প্রধানমন্ত্রী, কখনও বিরোধীদলীয় নেত্রী কখনও আবার ছিলেন রাজপথের আন্দোলন-সংগ্রামের প্রথম সারিতে। ক্ষমতার পালাবদলে পড়তে হয়েছে স্বৈরশাসকের রোষানলে। মিথ্যা, হয়রানির মামলায় হতে হয়েছে কারাবন্দি। কোনো রক্তচক্ষুই পারেনি তাকে বিদেশ পাঠাতে।

আর এ পথ ধরেই ওঠেন আপসহীন নেত্রী। স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে ছিলেন নাছোড়। আগলে রেখেছেন নেতাকর্মীদের।

১৯৭৭ সাল, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর ফার্স্ট লেডি হিসেবে আসেন সামনে। ৮১তে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় হত্যা করা হয় জিয়াউর রহমানকে। এবার হাল ধরেন বিএনপির।

এরপর শুরু গণতন্ত্র পুরুদ্ধারের যাত্রা। নব্বইয়ের আন্দোলনে এরশাদ পতনের পর একানব্বইয়ের ভোটে তার নেতৃত্বে জয় পায় বিএনপি, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি।

৯৬-এর নির্বাচনে প্রধানমন্ত্রী হলেও, বিরোধীদের দাবির মুখে করেন ক্ষমতা হস্তান্তর, তখন তার হাতে আসেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তার দল নির্বাচনে হারলে সংসদে হন বিরোধী দলীয় নেতা।

২০০১ সালে আবার বিএনপি ক্ষমতায় এলে তৃতীয়বারের মতো হন প্রধানমন্ত্রী। আসেন ফোর্বসের ১০০ ক্ষমতাবান নারীর তালিকায়, ২০০৪-এর ছিলেন ১৪তম অবস্থানে।

এরপর ২০০৭ সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় হন কারাবন্দি। নানামুখি চাপেও বিদেশ পাঠানো যায়নি তাকে। তবে সেই উত্তাল সময়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন চলে যেতে বাধ্য হন বড় ছেলে তারেক রহমান। সেই বিপর্যয় কাটিয়ে ২০০৯ সালের নির্বাচনে জয়ী হতে পারেনি তার দল।

২০১৪ সালে ভোট বর্জন করায় ১৯৯১-এর পর প্রথম সংসদের বাইরে চলে যায় বিএনপি। ২০১৮ সালে দুর্নীতি মামলা ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

২০২০ সালে করোনা মহামারির জন্য নির্বাহী আদেশে অস্থায়ী মুক্তি দেয় শেখ হাসিনা সরকার। তবে নিষিদ্ধ করা হয় যেকোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা।

অবশেষে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ থেকে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। রাষ্ট্রপতির নির্বাহী আদেশে দণ্ড বাতিল হলে মুক্ত আলো-বাতাসে আসেন খালেদা জিয়া।

সম্পর্কিত খবর :