চবিতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিত ৮৭ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ। এতে আসন প্রতি লড়েছেন ২৯ জন পরীক্ষার্থী।
শুক্রবার (৯ জানুয়ারি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে বেলা ১২ টা ১৫ মিনিট পর্যন্ত চলে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ‘‘সি’ ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। এতে চবিসহ ঢাবি ও রাবি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন ১৪হাজার ৬৭৩ পরীক্ষার্থী। যাতে উপস্থিতি ৮৭ শতাংশ।’
তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী। আগামীকাল (১০ জানুয়ারি) কলা মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।