জকসুতেও নিরঙ্কুশ জয় শিবির সমর্থিত প্যানেলের
দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এর মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠনটি।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫,৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫,৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,২০৩ ভোট। আরিফ ৩,২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বড় ব্যবধান ধরে রেখেছে ‘অদম্য জবিয়ান ঐক্য’। এ পদে শিবিরের মাসুদ রানা ৫,০২ ভোট এবং ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ৩,৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা ১,০৫৮ ভোটে বিজয়ী হয়েছেন।