তারেক রহমানের ট্রাভেল পাশ সম্পর্কে তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভার পর তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে এখনো কোনো ট্রাভেল ডকুমেন্টের আবেদন আসেনি।
এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেওয়া হয়।