Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মায়ানমারে সিমেন্ট ও ডিজেল পাচারকালে ১৮ জন আটক

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারকারীরা | ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১০টায় কোস্ট গার্ড সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে ৬ শত বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, শনিবার (৩ জানুয়ারি) রাত ২টায় সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মায়ানমারের ১টি ফিশিং বোট তল্লাশি করে এক হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোটদ্বয় ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পর্কিত খবর :