Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নিউমার্কেটে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী ও অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এরপর তারাও পাল্টা ধাওয়া শুরু করে। এতে তিন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বড় ধরনের যানজট সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় শিক্ষার্থীরা পুলিশের ওপরও হামলা চালায়। দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, বিকেল পৌনে তিনটার দিকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। বর্তমানে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করছে এবং নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


সম্পর্কিত খবর :