Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বাংলাদেশ-ভারতসহ ৫ দেশে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ-ভারতসহ আশপাশের ৫ দেশে ভূমিকম্প অনুভূত | ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতসহ আশপাশের ৫ দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে।


এছাড়া এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

বাংলাদেশ ছাড়া ভূমিকম্পটি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে অনুভূত হয়েছে।

সম্পর্কিত খবর :