এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
রাজধানীর আগারগাঁওয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ২৬ জন বিক্ষোভকারীকে আটক করেছে সেনাবাহিনী।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে হামলার ঘটনা ঘটে।
মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, একদল লোক হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।