Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় একশ যাত্রী। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে দেশটির রাজধানী মাদ্রিদের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছাকাছি লাইনচ্যুত হয় সেটি। পাশের একটি ট্র্যাকে গিয়ে পড়ে কয়েকটি বগি।

এসময় সেই বিচ্যুত বগিগুলোকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন। লাইনচ্যুত হয় দ্বিতীয় ট্রেনটিও। দুমড়ে মুচড়ে যায় সেটিরও অনেক বগি। উল্টে যায় কয়েকটি। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।’

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, ‘অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

সম্পর্কিত খবর :