Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মুখোমুখি তাসকিন-মোস্তাফিজ, জিতলো দুবাই ক্যাপিটালস

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমদ। মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস আর তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সে দুইজনই ছিলেন চূড়ান্ত একাদশে। নিজেদের বোলিংয়ে তারা দেখিয়েছেন দাপট। তাসকিন পেয়েছেন ৩ উইকেট আর ফিজ ২ উইকেট। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফিজের দুবাই।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে দুবাই ক্যাপিটালস। তাসকিন ৪ ওভারে ৪০ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই জর্ডান কক্সকে ফেরান তাসকিন। নিজের দ্বিতীয় স্পেলে ভয়ংকর হয়ে ওঠা সেদিকুল্লাহ আতালকেও ফেরান তিনি। আর শেষের ওভারে অধিনায়ক শানাকার উইকেটটিও শিকার করেন তিনি।

এদিকে, শুরু থেকেই রান তুলতে চাপে পড়ে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। ১৭ ওভারে ১১৭ তুলতেই অলআউট হয়ে যায়। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মোস্তাফিজ। জনসন কার্লেসকে ফেরান তিনি। এরপর আদিল রশিদকে ফেরান তিনি। ফিজ মাত্র ২ ওভার বল করেন। মাত্র ১৩ রান খরচায় শিকার করেন দুই উইকেট।

সম্পর্কিত খবর :