শিলিগুড়ি-আগরতলাতেও বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ ঘোষণা
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা ‘সাময়িকভাবে’ বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়েছে।
মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ, ভাঙচুর ও কর্মকর্তাদের হুমকি দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হন বিভিন্ন সংঘটনের প্রায় ৩০০ সদস্য। এরপর তারা বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। তাদের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। তারা অফিস বন্ধ রাখতে বলেন।