Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার আর নেই

ছবি: সংগৃহীত

সাবেক বিমান বাহিনী প্রধান ও মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

এ কে খন্দকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত নাম। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এবং একজন খ্যাতিমান বিমান বাহিনীর কর্মকর্তা।

স্বাধীনতার পর এ কে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীর উত্তম’ প্রদান করা হয়।

তার মৃত্যুতে সশস্ত্র বাহিনীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


সম্পর্কিত খবর :