Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি

ইসিতে আপিল শুনানি চলছে | ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে অষ্টম দিনে আপিল শুনানি চলছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্টে অবস্থিত অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গত এক ঘণ্টায় ১২টি শুনানি সম্পন্ন হয়েছে। আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনগুলোর ওপর শুনানি চলছে।

রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এর আগে শুক্রবার কমিশনে ৭ম দিনের শুনানিতে উপস্থাপিত ৪৩টি আপিল আবেদনের মধ্যে ১৮টি মঞ্জুর করা হয়েছে। একই সময়ে নামঞ্জুর হয়েছে ২১টি আপিল, আর অপেক্ষমান রয়েছেন চার জন। এ নিয়ে সাত দিনে প্রার্থিতা ফিরে পেলেন মোট ৩৫৩ জন।

নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির কথা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর :