স্টার নিউজকে ইসি সানাউল্লাহ
পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আসছে
বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। এই পোস্টাল ব্যালট পাঠানো হবে দেশের অভ্যন্তরে যারা নিবন্ধন করেছেন তাদের কাছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
জানা গেছে, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে সব প্রতীক রয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় পোস্টাল ব্যালটে সব প্রতীক রাখার বিধানও রয়েছে। প্রতীকের পাশে থাকা ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়ার নিয়ম উল্লেখ রয়েছে বিধিমালায়। তবে পোস্টাল ব্যালটের মাঝ বরাবর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ছাপা হওয়ায় তা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে বিএনপি। সর্বশেষ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে জানিয়েছেন, ওই ব্যালটের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলটির নেতারা দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীক দেওয়ার অনুরোধ জানান। ওই অনুরোধের পর ইসি পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল।