সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওগণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (নম্বর–৫২০) এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত রয়েছেন।
সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মহাপরিচালক বা তাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে শুনানি কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত।