মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের উপড়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১)। নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন।
আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন ইয়াসিন।
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
গত রাত থেকে এ পর্যন্ত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।