Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ফরিদপুরে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি এলাকার একটি অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে | ছবি: স্টার নিউজ

ফরিদপুরের বোয়ালমারীতে একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই জনতা জুট মিলের শ্রমিক মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত নয়জন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি এলাকার একটি অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ মিলের উদ্দেশে যাচ্ছিল। এ সময় কালুখালী-ভাটিয়াপাড়া রুটে চলাচলরত একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট অতিক্রম করার মুহূর্তে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী শ্রমিক রয়েছেন। নিহত দুই পুরুষ শ্রমিক হলেন ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্যার ছেলে জব্বার মোল্যা এবং মুসা মোল্যা। নিহত নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় পিকআপে থাকা অন্তত নয়জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় হঠাৎ ট্রেনটি এসে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসার বিষয়টি লক্ষ্য না করেই গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করেছিল।

সম্পর্কিত খবর :