সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি)সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন ক্যানেলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী জানান, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করণে পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।